শিরোনাম : কোন তারা টা তুমি ?
সৃজন : বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ : ২২-০২-২০২৪
লক্ষ তারার আলোয় ভরা
আকাশ মায়াময় -
কোন তারাটা তুমি মা-গো
জানতে ইচ্ছা হয় !
সবাই বলে ওইখানে তে
দেবতারাই থাকে -
ওরাও কি ওই ওইখানে তে
তোমার সাথেই থাকে ?
আমি না হয় দুষ্টু ছিলাম
হারিয়ে গেছি একা -
সেই রাগে কি ডাকলে না আর
আয় না ফিরে খোকা !
কত বছর একলা আছি
খোঁজ নেয়নি কেউ -
ঝড় উঠেছে মন সাগরে
মন খারাপের ঢেউ !
জানি আমি-তুমিও ঠিক
আমার কথাই ভাবো -
এখানে আর ভাল্লাগে না
তোমার কাছেই যাবো !
পেছন থেকে গিয়ে হঠাৎ
জড়িয়ে ধরে রেখে -
বলবো আমি কে বলো তো
একদম-ই না দেখে ।
বলবে তুমি-ভাবিস কি তুই
আমি কি এতই বোকা ?
আগের মতই দুষ্টু আছিস
তুই তো আমার খোকা !!
( সংশোধিত )