শিরোনাম :- খুঁজে বেড়াই
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ২৬-০৫-২০২৪
ও দাদা-এই যে, কি খুঁজছেন ?
হ্যাঁ-আপনাকেই তো বলছি ।
কাউকে খুঁজছেন কি ?
হ্যাঁ-মানে আকাশ কোথায় গেলো ?
এখানে আকাশ ছিল ।
ঋতুর সাথে রঙ বদলাতো -
কি অপূর্ব লাগতো ।
কোথায় যে গেলো !
ও-আকাশ খুঁজছেন -
সে আর পাবেন না ।
দেখছেন না-সব উঁচু উঁচু বাড়ি -
ওরাই আকাশ কিনে নিয়েছে ।
ও তাই বুঝি ?
আচ্ছা-তাহলে রোদ্দুরের কি হোলো ?
এখানে তো রোদ্দুর আসতো ।
সকাল-দুপুর-বিকেল -
তিন বেলাতেই আলাদা রঙ ,
কি হোলো বলুন তো ?
না না রোদ্দুর আর আসে না ।
ওইসব বাড়িগুলোর দেয়ালে
ধাক্কা খেয়ে ফিরে গেছে ।
এখানে রোদ্দুরের প্রবেশ নিষেধ ।
যত্তসব - পাগল না মাতাল ?
ও দাদা-ও দাদা যাবেন না -
অনেক বছর পরে এলাম তো ,
খুঁজে পাচ্ছি না - তাই ।
আচ্ছা-তাহলে মেঘের কি হ'ল ?
আর বৃষ্টির-ই বা খবর কি ?
ওরা তো একসাথে খেলা করতো ।
ও-মেঘের কথা বলছেন ?
সে তো কোন কালের কথা ।
আসতো রোদ্দুর কে খুঁজতে -
কিন্তু দেখা না পেয়ে আর আসেনা ।
বৃষ্টির কথা আর কি বলবো -
আকাশ-রোদ্দুর-মেঘ
সবাই কে হারিয়ে শেষে -
সে-ও আসা বন্ধ করে দিয়েছে ।
মনের দুঃখে আর আসে না ।
জানেন দাদা - জায়গা টা যেন
মরুভূমি হয়ে গেছে !
কিছুই আর আগের মত নেই ।
সব শেষ হয়ে গেছে ।
কি আর করবো -
এখন নতুন করে
এর মধ্যেই বাঁচা শিখছি !!
( কপিরাইট সংরক্ষিত )