শিরোনাম :- কথা রাখো নি
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ১৮-০৫-২০২৪
কথা দিয়ে তুমি রাখলে না কথা
তাই আজ অভিমানে -
ভুলতে চেয়েছি তোমায়
এবার রইবো আপন মনে ।
এক সমুদ্র নোনা জল শুধু
থাকুক আমার চোখে -
ঝরতে দেবো না একটি বিন্দু
হৃদয়হীনার বুকে ।
উপহার দিয়ে গেলাম তোমায়
আমার সকল সুখ -
ভালো থেকো তুমি দেখতে চাই না
স্বার্থপরের মুখ।
ধূলো জমে থাকা স্মৃতিগুলো যেন
বিষাদের কালো মেঘ -
ঝড়ে উড়ে যাক বৃষ্টি নামুক
ধূয়ে দিক সব খেদ ।
মহা সুখে তুমি থাকতেই পারো
কিছু নাহি আসে যায় -
ফিরে চাহিবো না ছড়াবো না ঘৃণা
বিবেকের হীনতায়!
সুখের সাগরে ভেসে যাও তুমি
সময় যাক্ না থেমে -
আমার লেখণী শান্তি খুঁজবে
কবিতার প্রাঙ্গণে !!
( কপিরাইট সংরক্ষিত )