শিরোনাম:- কাব্য রাণী
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ২০/০২/২০২৫

বদলে গেছি - আমি নাকি
আগের মত নই ,
প্রেম করেছি - সত্যিটাকে
কেমন করে কই ?

ঘরে বাইরে - চেনা জানা
সবাই মোরে বলে ,
আমি নাকি অহংকারে-ই
বদলেছি আসলে ।

ইচ্ছে করে চিৎকার করে
সত্যি টা বলে দিই -
যার প্রেমে পাগল আমি
তার চিন্তায় রই ।

সে যে বড়ই শান্তি প্রিয়
নীরবতা ভালবাসে -
নিস্তব্ধতায় নীরবে সে
আমার কাছে আসে ।

সকল কাজে দিনে রাতে
ছন্দের-ই মৌতাতে ,
বুঁদ হয়ে রই কাব্য্যরসে
তারই প্রেমে ভেসে ।

ক্লান্ত পথিক - বেলাশেষে
তাই তো ছুটে আসি ,
সে যে আমার কাব্য রাণী
তাকেই ভালোবাসি !

সত্যি যদি বলি তাতে-ও
মানবে কি গো কেউ ?
অস্তে যাবার ক্ষণে এমন
বয় কি প্রেমের ঢেউ ?

যা খুশি তা বলুক না হয়
চুপটি করে রই ,
বেলা শেষের কাব্য রসে
ছন্দ প্রেমিক হই !!

( কপিরাইট সংরক্ষিত )