শিরোনাম:- কবিতার টানে
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ২২/০১/২০২৫

কবিতা - যেন মিলনের সেতু
অপার সে বিস্ময় !
চেনা বা অচেনা যাই হোক সে যে
ভালোবাসা মাঝে রয় ।

কবিতার নেই দ্বিধা সংশয়
চায় না সে কাঁটাতার -
হাত বাড়ালেই বন্ধুর ছোঁওয়া
পৃথিবী আপন তার ।

সুদুর প্রবাসী কাব্য রসিক
অচেনা সে দুটি প্রাণে -
বন্ধুত্বের-ই সেতু বন্ধন হয়
শুধু ছন্দের টানে ।

কবিতার শুধু একটি ধর্ম
জাত পাত হীন প্রেম -
মানব হৃদয়ে ঝরণার মত
ঝরে নিকষিত হেম !

রোগ শয্যার মন খারাপেও
কবিতার-ই আশ্রয়ে -
নিবেদিত প্রাণ কত গুণীজন
বাঁচে কবিতারে লয়ে !

শেকল ভাঙ্গার বিদ্রোহ কালে
শাণিত সে ক্ষুরধার !
আপোষহীন সে সংগ্রামী সৈনিক
রক্ত শপথ তার  ।।

(কপিরাইট সংরক্ষিত)