তারিখ :- ইং ২২-০৯-২০২৪

সু-মহান তুমি প্রেমিক প্রবর
কবির খেয়াল বশে -
শুনবো না ওই বিরহের গান
ছল ভরা অভিলাষে ।

তুমি তো পাখিটি বন্দি করেছো
ছিনিয়েছো তার গান -
কে বলে তোমারে প্রেমময় তুমি
গেয়েছো নিজের গান ।

আগামীর কবি কান পেতে শোনো
লেখো মিলনের গান -
ভালোবাসো যদি খুলে দাও খাঁচা
শোনাও ফেরার গান ।

তোমার পাখিটি তোমারই রবে
হৃদয়ের বেদিমূলে -
কলতানে তার মুখরিত হবে
সাঁঝ বেলা ফিরে এলে

শুনবো না তাই বিরহের গান
প্রেমের সমাধী তলে -
ছল ভরা ওই অহমিকা তব
ইতিহাস যাবে ভুলে ।।

( কপিরাইট সংরক্ষিত )