তারিখ :- ইং ২৪-১০-২০২৪

ওদের শহর প্রাচুর্য্যে মোড়া
আকাশ ছুঁয়েছে বাড়ি -
টাকার মূল্যে সুখ কেনে ওরা
প্রকৃতির সাথে আড়ি ।

আকাশ টা ওরা দখল করেছে
কেবল মাটির দামে -
ওদের শহরে সূর্য নিখোঁজ
দিনেও আঁধার নামে ।

আমার বস্তি হাহাকারে ভরা
খোলার ঝুপড়ি ঘর -
ঠাসাঠাসি করে একটাই ঘরে
চাঁদ দেখি রাতভর ।

শিশুটি যখন ক্ষিদের জ্বালায়
মাতৃদুগ্ধ খোঁজে -
কঙ্কালসার মায়ের বেদনা
আনজনে কি তা বোঝে ?

ওদের শহরে রাত যত বাড়ে
যৌবন তোলে ঝড় !
ফেনিল মদীরা লোলুপ চাহনি
স্বল্প বসনা পর ।

ভোর হয়ে আসে পড়ে রয় শুধু
মত্ত শরীরগুলি -
স্বল্প বসনা ফিরে চলে তার
বস্তির কাণাগলি ।

অন্তরে দ্রোহ দু চোখে আগুন
যুবতী মেয়েটি জানে -
ঈশ্বর নেমে আসবেনা কভূ
তাদের পরিত্রাণে !

প্রতিবাদে যেন বাঙ্ময় তার
মুষ্টিবদ্ধ হাত -
দেবালয়ে বসে দ্যাখো তুমি প্রভূ
পাতবো-না আমি হাত !!

( কপিরাইট সংরক্ষিত )