শিরোনাম :- হিম্মত আছে কার ?
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ০৭-০৪-২০২৪
ডাষ্টবিন মাঝে খুঁজিছে খাবার
যে শিশুটি অসহায় -
তার চোখে তুমি জল পাবে নাকো
আগুন ঝরে সেথায় !
ঠুনকো কথার আলগা দরদে
ভরে নাকো তার চিত্ত -
তুষের আগুন বুকের মাঝারে
ধিকি ধিকি জ্বলে নিত্য !
মানুষের রায় পেতে চাও যদি
মন থেকে ভালোবাসো -
আপদে বিপদে পাশে পাশে থাকো
হৃদয় আসনে বোসো !
কাহারে বোঝাও স্বাধীনতা মানে
তুমি কি নিজে তা বোঝো ?
বাক্য বাগীশ তুমি তো কেবলই
ক্ষমতার গলি খোঁজো ।
যেই দিন তুমি মানুষের কাছে
আপনার জন হবে -
চাইতে হবে না সেই দিন জেনো
জনতার রায় পাবে ।
দুঃখের সাথে সখ্য করে যে জন
কীসের ভয় তাহার ?
কলম টি তার কিনবে এমন
হিম্মত আছে কার ?
( কপিরাইট সংরক্ষিত )