তারিখ- ইং ২৭-১২-২০২৪

একটা কবিতা দাও-না লিখে
নতুন দিনের কবি ,
মন খারাপের মেঘ রবে নাকো
কথা দিয়ে আঁকো ছবি !

নতুন কবিতা দাওনা লিখে
জীবনকে ভালোবেসে -
যত মলিনতা দুর হয়ে যাক
ছোঁয়াচে প্রেমের দেশে !

তোমার কবিতা পারাবত সম
মানুষের দ্বারে দ্বারে ,
প্রেমের বারতা বয়ে নিয়ে যাবে
আগামী শিশুর তরে ।

বাতাসে রবে না বারুদ ছড়ানো
ভিজবে না মাটি রক্তে -
এমন দিনের স্বপ্ন দেখাও
নির্ভয়ে বেঁচে থাকতে !

বাঁচার কবিতা লিখে যাও কবি
আগামী শিশুর তরে -
একটা কবিতা আমাকেও দিও
রাখবো হৃদয়পুরে ।

আরো কিছুদিন থেকে যেতে চাই
মনকে সবুজ রেখে -
বাঁচার কবিতা দাও গো কবি
আমার জন্য লিখে !!

(কপিরাইট সংরক্ষিত)