কবিতা :- ঘূণপোকা খাচ্ছে কুরে
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ০১-০৮-২০২৪
কবিতা-তুমি তো চির সুন্দর
ছন্দে-বাণী তে আহা কি রুপ ,
জীবন সরণি সুরভিত করো
তুমি যে আমার পূজার ধূপ ।
জোয়ারের মতো প্রাণ চঞ্চল
ছন্দে সুরের অনুরনণ -
হৃদয় মাঝারে এ কি শিহরণ
স্বর্গ সুখের প্রস্রবন ।
কবিতা তোমার আগমন আশে
রাত জেগে রই বাতায়ন পাশে -
হাসি কান্নার জীবন দোলায়
তুমি আছো মোর শ্বাস-প্রশ্বাসে !
ধ্বংসের মাঝে দাঁড়িয়েও তবু
উল্লাসে মাতি সৃষ্টি সুখে ,
তুমি যে আমার সই গো কবিতা
পাশে থাকো সদা হাস্য মুখে !
তবুও আজিকে বেলা শেষে মোর
একি সংশয় মন জুড়ে -
জীর্ণ শরীর অশান্ত মন
ঘূণ পোকা বুঝি খাচ্ছে কুরে !
লেখণী আমার স্তব্ধ আজিকে
এ কি তবে সেই সত্য সার !
তবুও এ মন ছন্দের টানে
ঝংকৃত হয় বারংবার ।
সত্যই যদি সময় না পাই
যদি এসে পড়ে মৃত্যুদূত ?
বিদায় দাও গো কবিতা আমায়
এই হোক শেষ সৃষ্টি সুখ !!
( কপিরাইট সংরক্ষিত )