তারিখ :- ইং - ০৮ - ১০ - ২০২৪
কাজের ফাঁকে সময় পেলেই
টুকুস্ করে একটুখানি -
মন সাগরে ডুব ।
ভীড়ের মাঝেও মন গহনে
তোমায় ভেবে আনন্দ পাই খুব ।
মাঝে মাঝে অভিমান হয়
তোমায় ভেবে রাত্রি জাগরণে !
তারা গোনা নিশি অবসানে
পাখির কলতানে -
ব্যার্থ চাওয়ার ছন্দহারা প্রাণে !
বুঝিনাকো কিসের লুকোচুরি ?
জানি-তোমার ব্যাস্ত সময় কাটে -
লক্ষ কবির চাওয়া পাওয়ার
সুখ দুঃখের হাটে ।
তবু - আমার যে বুক ফাটে !
আমিও যে তোমায় ভালোবাসি !
তাই তো কেবল ছুটে ছুটে
তোমার কাছেই আসি ।
যদি একটু পরশ পাই
কবিতা-আমি ধন্য হয়ে যাই !
কবিতা-তুমি বন্য ভালোবাসা -
কিশোর বেলার স্বপ্ন ,
আমি তাইতো কাছে আসি ।
আমার বেলা শেষের মাঝি -
তোমার তরে ডুবতে রাজি আছি !!
( কপিরাইট সংরক্ষিত )