শিরোনাম :- ডুবুরি মন
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ০৩-০৫-২০২৪

ইচ্ছে করে নির্জনতায়
দুরে কোথাও হারিয়ে যেতে -
হয়তো কোনো দুর পাহাড়ে
নয়তো গভীর জঙ্গলেতে ।

ইচ্ছে ডানা লাগাম ছাড়া
মানবে না সে কোনো বারণ -
নিজের কাছেই প্রশ্ন তোলে
বেঁচে থাকার কি সে কারন ?

হন্যে হয়ে বেড়াই খুঁজে
বেঁচে থাকার কারনগুলো -
মনের ঘরে হাতড়ে শেষে
ফলাফলে তার শুন্য হোলো !

বিদ্রোহী হয় ইচ্ছেগুলো
যান্ত্রিক এই জীবন পথে -
একাত্মতায় আপন মনে
মন সাগরে ডুবুরি হতে ।

ভীষণ ভাবে ইচ্ছে করে
একজন ভালো বন্ধু পেতে -
যার কাছে সব কষ্টগুলো
বলতে পারি হালকা হতে !

মিছেই শুধু খুঁজে মরি
পাওয়া টা কি এতই সোজা ?
মুখোশ পরে আছে সবাই
ভেতর কারো যায় না বোঝা ।

কি আর করি অবশেষে
বন্ধু বিহীন একলা আছি -
নেই কোনো মই কাড়াকাড়ি
আপন মনে ভালোই আছি ।।

( কপিরাইট সংরক্ষিত )