শিরোনাম:- ধ্বংস আসছে
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ১৬-০১-২০২৫

এ কি শ্মশানের নিস্তব্ধতা !
গা ছমছম করা রাত -
বাতাসে বারুদের পোড়া গন্ধ !
ইতস্তত জমাট রক্ত -
পৃথিবী জুড়ে যুদ্ধের দুন্দুভি !
পোড়া মাংসের লোভে -
শেয়াল কুকুরের ভাগের লড়াই !
এর মাঝেও যদি বাঁচি -
সেদিনও চিৎকার করে বলবো ,
পৃথিবীটা সুন্দর ছিল ।
তোমরাই সুন্দর রাখতে পারো নি !
আবারও সুন্দর হবে -
যদি তোমরা যুদ্ধ থামাতে পারো ,
যদি শাস্তি ফেরাতে পারো ।
যদি নিজেদের শোধরাতে পারো -
মানুষকে ভালোবাসো ,
যদি তোমরা হাত বাড়াও তবেই ।
সেদিন কলম ধরবে -
নতুন প্রজন্মের যত কবি রবে ।
বাতাসে ভাসতে পারে -
মানুষের জয়গাথা - সুরে সুরে ।
আর যদি না শোধরাও -
তবে জেনে রাখো - প্রকৃতির সহ্যের
বাঁধ ভাঙছে - ধ্বংস আসছে নেমে ।
ভয়ঙ্কর সে প্রতিশোধে -
তোমরাও ধ্বংস হবে - পাবে না রেহাই ।।

( কপিরাইট সংরক্ষিত )