তারিখ :- ইং ৩০|১১|২০২৪

প্রতিদিন আমি নিজেকেই ভাঙি -
গড়তেও চাই নতুন করে ,
বেশ আছি এই ভাঙা গড়া নিয়ে -
ছন্দপতন-ই বিব্রত করে ।

যা কিছু মোর দেবার ছিল _
সবটা দিয়েছি-আর তো নাই ,
ভালোবাসা আছে - দিতে পারি শুধু -
নিঃশেষে তাই বিলোতে চাই ।

আপন স্বার্থে ঘুরছে মানুষ -
সুখের হদিস খুঁজছে রোজ   ,
সবাই এখন ব্যস্ত ভীষণ -
কেউ রাখছে না কারোর খোঁজ ।

মূল্যবোধের নেইকো বালাই -
আকাশ ছোঁয়ার স্বপ্ন দ্যাখে ,
জীবন পথের বৃত্ত তাদের -
পথ হারানোর গল্প লেখে ।

দর কষাকষি করছে সবাই -
নিজের ভাগে সবটা চাই ,
মরু প্রান্তরে পদাতিক আমি ,
মরূদ্যান তো কোথাও নাই !

জীবন যেন অজানা এক পথ -
জানিনা এর কোথায় হবে শেষ ,
এ যেন এক জ্বলন্ত ধূপকাঠি -
সুবাস বিলিয়ে হতে হবে নিঃশেষ !!

( কপিরাইট সংরক্ষিত )