কবিতা:-বরষার নেশা
সৃজন:-বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:-ইং ১১-০৮-২০২৪

সোনা গলা রোদ নেই
আকাশের মুখ ভার -
পথে ঘাটে লোক নেই
শুনশান চারিধার ।

কালো মেঘ উড়ে আসে
ঠৌকাঠুকি লেগে যায় -
দিয়া ডাকে কড়্ কড়্
ভয়ে প্রাণ চমকায় !

বিজলী ঝলকি ওঠে
চোখ দুটি ঝলসায় -
তবু প্রাণ নেচে ওঠে
শ্রাবণের বর্ষায় ।

খুশিতে দাদরী ডাকে
গ্যাঙোর গ্যাঙোর গ্যাঙ্-
লাফিয়ে লাফিয়ে চলে
তুলে তার দুই ঠ্যাঙ ।

তারে বসে ভেজা কাক
ডানা ঝাপটিয়ে চলে -
ক্লাব ঘরে ছেলেগুলো
একমনে তাস খ্যালে ।

ঘনঘোর বরষায়
কাজে কারো মন নাই -
ঠোঙায় মুড়ির সাথে
তেলেভাজা চাই-চাই ।

জানালার পাশে বসে
আমি দেখি জলছবি -
বরষার নেশা লাগে
মন হয়ে ওঠে কবি ।।

( কপিরাইট সংরক্ষিত )