তারিখ:- ইং ১৭-০৯-২০২৪

ইচ্ছে করে আজকে শুধুই
কথার ছবি আঁকি -
ইচ্ছে করে আজকে না হয়
বন্ধুর সাথে থাকি ।

আর দেবো না " আড়ি "রে ভাই
থাকবে শুধুই " ভাব " -
আয় না মোরা বদলে ফেলি
" আড়ি-র" বদ স্বভাব ।

শুরু টা নয় আমরা করি
দেখুক সবাই এসে -
কেমন করে বদল আসে
ভালোবাসার দেশে ।

বন্ধু - সে তো টাটকা বাতাস
প্রাণে ফাগুন হাওয়া -
বন্ধু মানে হইচই আর
চড়ুইভাতি খাওয়া ।

বন্ধু পেলে দল বেঁধে সব
উধাও হয়ে যাওয়া -
দিঘীর জলে সবাই মিলে
জল ছিটিয়ে নাওয়া ।

বন্ধু মানেই "চল্ পাগলা "
গাজন তলার মেলা -
বন্ধু মানেই মন খুশিতে
হাসির তুফান তোলা ।

বন্ধু মানে বিকেল হলেই
" খেলবি-ই "বলে ডাকা -
বন্ধু মানেই মন খারাপে
" আমি তো আছি "-র থাকা ।

বন্ধু মানেই অটুট শপথ
রইবে না ছলাকলা -
বন্ধু মানেই বিশ্বাস আর
একসাথে পথ চলা ।।

( কপিরাইট সংরক্ষিত )