শিরোনাম :- বিষম ধাঁধা
( শিশুতোষ ছড়া )
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
রচনাকাল :- ইং ২৮-০২-২০২৪

পাহাড় বুঝি দাঁড়িয়ে ঘুমোয়
বাতাস কেন চলে ?
চাঁদটা কেন শান্ত অমন
সূর্য কেন জ্বলে ?

আকাশ কে রঙ কে দিয়েছে
নীল কালো আর সাদা ?
সাগর কে জল কে বা দিলো
এ এক বিষম ধাঁধা !

কে দিয়েছে জোনাকিদের
মিটিমিটি আলো ?
লক্ষ তারা জ্বলে তবু
রাতটা কেন কালো ?

ফুলের মাঝে মধু থাকে
প্যাঁচা কেন রাত্রে জাগে ?
গাছের ডালে বাদুড় ঝোলে
লাউয়ের কেন মাচা লাগে ?

এমন কত প্রশ্ন জাগে
মনের মাঝে রোজ -
উত্তর কে বলে দেবে
কার কাছে পাই খোঁজ ??

( কপিরাইট সংরক্ষিত )