কবিতা :- ভেলা ভাসাতে রাজি
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ :- ইং ২০-০৭-২০২৪
নীরব রাতের নির্জনতায়
মনের কথা লিখি -
চলার পথে সহিষ্ণুতার পাঠ
আমি রাতের কাছেই শিখি ।
আঁধার শেষে আলোর দিশা-য়
জীবন যেমন ওঠে মেতে -
সেই আলোকের পরশ পেতে
ব্যাকুল হয়ে ছুটি ।
ওগো আলোর পথের দিশারী -
আমি তোমার দেওয়া
সুর ও ছন্দ-বাণী-তে ,
তোমার গানেই মাতি ।
জীবন ভেলায় সারাটি দিন
ভেসে চলি ক্লান্তি হীন -
দিনের শেষে উন্মনা মনে
একটু শান্তি খুঁজি !
আমার মনের একতারাতে
দিবারাতি যে সুর বাজে -
তোমার দেওয়া সেই সুরেতেই
তোমায় আমি পূজি ।
ওগো - মন ভেলাটির মাঝি
তুমি কষে হাল ধরলে -
ভেলা ভাসাতে রাজি
আমি সদাই ভাসাতে রাজি !!
( কপিরাইট সংরক্ষিত )