শিরোনাম :- আমার কি দোষ ?
সৃজন :- বিশ্বানন্দ চ্যাটার্জী।
তারিখ :- ইং ১৯-০৫-২০২৪

আমি চেয়েছি কাজল হতে
আমার কি দোষ - বল ?
এমন গভীর টানা চোখে
আর কিছূ কি মানায় - বল ?

আমার দিকে চাইলি কেন
তেরছা চোখে অমন করে ?
আমি তো বেশ সুস্থ ছিলাম
দিলি আমায় পাগল করে !

বারান্দা থেকে হাত বাড়িয়ে
বৃষ্টি ছোঁওয়া খুশির চোখ -
দেখেই সেদিন চেয়েছিলাম
আজকে আরও বৃষ্টি হোক ।

আমার তাতে দোষ ছিল কি
বল দেখি তুই সত্যি করে -
জল ছিটিয়ে আমার দিকে
চাইলি কেন অমন করে ?

তেরছা চোখের চাউনিতে
আর - মুক্তো ঝরা হাসি দেখে -
আমি যেন হারিয়ে গেলাম
সত্যিই কি দোষ ছিলো তাতে ?

হয়তো তুই সত্যি বলিস
পাগল আমি হতেও পারি -
তোর জন্য এই অপবাদ
মুখটি বুঁজে সইতে পারি ।।

( কপিরাইট সংরক্ষিত )