শিরোনাম:- ওরা-ই সার্থক
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ২৫/০২/২০২৫
প্রচারে মিছিলে সভায় সর্বত্র -
সামনের সারিতেই ওরা থাকে ।
তোষামোদের শান্তিজল ছিটিয়ে -
ওরা ক্ষমতার সাথে মিশে থাকে ।
ওরা বিশেষ গুনের অধিকারী ।
চকচকে বুদ্ধিদীপ্ত চোখ মুখে -
ওদের বুদ্ধিমত্তার পরিচয় ,
জীবন ও জীবিকার বিজ্ঞাপন ।
ওপরে ওঠার কৌশল টা জানে ।
এটাও জানে যে লজ্জা ঘৃণা ভয় -
তিনটেই ওপরে ওঠার পথে বাধা ।
তাই ওরা এগুলো ত্যাগ করেছে ।
পাঁকাল মাছের মতনই ওরা -
প্রয়োজনে পিছলেও যেতে পারে ।
বিশ্বস্ততার মুখোশ পরে থাকে ,
গিরগিটির মত রং বদলায় ।
ওরা প্রচারের বেলুন চড়েই -
সারা জীবন বিখ্যাত রয়ে যায় ।
বিবেক বেচে ওরা সম্মান কেনে ,
ক্ষমতার পদতলে নির্বিকার ।
ওদের বিশেষ উপাধীও আছে -
তাই নিয়ে রসে বশে বেঁচে থাকে ।
নির্লজ্জের মতোই হাসতে জানে -
ওরা সময়ের যোগ্য প্রতিচ্ছবি ।
তোষামোদে মন ভরিয়েই ওরা -
স্বার্থপরের মত বাঁচতে পারে ।
ওরা প্রখর বুদ্ধির অধিকারী -
সত্যিই ওরা সার্থক - - - - !!
(কপিরাইট সংরক্ষিত)