হাঁটতে বেশ ভালো লাগছে ।
হাঁটতে হাঁটতেই চড়াই উৎরাই চোরাবালি গিরিপথ ;
হাঁটতে হাঁটতেই নদী পার ।
হেঁটে সাগর পেরোনোর সাহস হয়নি এখনও।
অনুতপ্ত ভূমিতে অভিমানী সভ্যতার দূর্বাদল বা মহীরুহ প্রসব
কখনোই কীটেদের রমরমা থমকাতে পারেনি ;
তাই জন্তু জানোয়ারকে পোষ মানাতে পারো
কিন্তু বিষাক্ত কীটকে কখনই না !!
অচকিত হানা সামলেই হাঁটা এবং হাটা ।
এসো হাঁটি,
হাঁটতে বেশ ভালোই লাগছে ;
নতুন পৃথিবী খোঁজার আনন্দে,
সভ্যতার সড়ক ধরে ।।