(১)

প্রতি মুহূর্তের দমবন্ধ করা শ্বাস ।
বন্দী মনের গলিত চিন্তাধারার
প্রবাহমান ঝরণাধারার সঙ্গতে আমি
নৈঃশব্দের ভূখন্ডের একলা বাসিন্দা ।

অনুর্বর মস্তিষ্কে জাগছে
অমলের মলিন স্মৃতি ।
বন্দীদেহের বাঁধনহারা হৃৎপিন্ডের শব্দ-
হয়ত বেরিয়েছে
আমার জন্য ১৫-ই অগাস্ট খুঁজতে !

(২)

খাঁচাবন্দী শখের তোতাপাখিটা
অসহ্য যন্ত্রণায় কাতরাতো তখন,
আর ডানা ঝাপটাতো ।
জানি না আমার কথা বুঝতো কি না  !
তবুও ভালোবাসার শব্দে
স্বান্তনা দিতে চাইতাম।
তবুও তীব্র চিৎকারে সে শুধুই কি
দাবী জানাতো-
আমাকে স্বাধীনতা দাও  !
আমাকে স্বাধীনতা দাও !!