বুঝি তো তুমি শুনতে চাও না ।
তবু বলব বলব বায়না করি ।
কতবার বলেছি কতবার ডেকেছি !
আমার তো বলতে ভয় হয় না,
সমীহ তোমার অনাগ্রহে...
তাই তো বলব বলে থেমে যাই ।
জেলখানাটার ভিতর ভীষণ দাপিয়ে বেড়ায়
আমার কয়েদীরা তোমার মুক্তির বার্তা নিয়ে ।
সমীহ তোমার অনাগ্রহে...
না না, আসলে তুমি বোধহয় বুঝে গেছ
আমি বলতে কী চাই ।
তুমি তো শুনেই নিয়েছ
আকাশের থেকে...
বাতাসের থেকে...
পৃথিবীর থেকে...
আমার নীরবতার থেকে !!
বিঃদ্রঃ - রুজভেল্টের মতে মানুষ মন নামক এক জেলখানা পোষণ করে ।