বুভুক্ষু মানুষ কত অনাহারে মরে ।
আশ্রয়হীন মানুষ কত ফুটপাথে বাস করে ।
কচি মনের শিশু কত নেইতো কোনো পাপ,
দীনের ঘরে দুখী আলো কীসে অভিশাপ ?
নিষ্পাপ সেই শিশুরা পায় না কোনো সুযোগ,
সারা জীবন জড়িয়ে থাকে অভাব-অভিযোগ ।
পুষ্পকোমল সেই শিশুমন অভাব তাড়নায়,
দায় তো তাদের একটুও নয়, তবুও হারায় !
বস্ত্রহীন, আশ্রয়হীন খাদ্য-মানহীন।
রাস্তা জুড়েই পৃথিবী তার রাস্তাতেই রাত-দিন!
খাওয়ার আশা ছুটে চলে, বাঁচার আশা কি ?
শখ-আহ্লাদ-স্বপ্ন শুধুই খাওয়ার আছে কী !
অনাহার আর অনাচার অনাদর উপহাসে,
কঙ্কালসার জীর্ণতা নিয়মিত উপবাসে ।
অবাক সময় প্রশ্ন তোলে কী তার অধিকার ?
জন্মান্তরে এসেছে না কি শুধুই অবিচার ?
অপরাধের কী আছে তার এ দায় বলো কার?
উঁচু মাথা? বিজ্ঞ মাথা? না বিধাতা স্বয়ং তোমার?
তাই যদি হয়, হায় বিধাতা কেমন তোমার দান?
ধনীই শুধু খাবে শুঁষে গরীব লোকের মান?
একমুঠো ভাত,একটুকু নুন, নেই কি অধিকার ?
হায় বিধাতা! উত্তর চাই, কী এর প্রতিকার ?