অনেকদিন পর খোলা আকাশে
চোখ রাখলাম,একটু অবসরে ।
বুঝলাম সে পরিবর্তিত ।

পথের অগোছালো ইঁট-পাথরের
মতোই বিচ্ছিন্ন তারা-নক্ষত্র
এই রাতের আকাশে হাতে গোনা ।
হয়ত জ্যোৎস্নার প্রবল প্রতাপে
তারা পশ্চাদগামী ।
কিছুটা অনিচ্ছা সত্ত্বেও
বা হয়ত জোর করেই
কয়েকটি উজ্জ্বল জ্যোতিষ্ক নিয়ম রক্ষায় ব্যস্ত ।

তারাও হয়ত অধীর আগ্রহে
নতুন সূর্যের অপেক্ষায় অপেক্ষমান ।
নতুন ভোরের আলোয়,
গৌরবোজ্জ্বল সূর্যের পিছনে
তার লজ্জায় মুখ লুকোবে !!
           _____