পারাপারই জীবন তবে !
পারাপার ছাড়া কখনও কখনও
যাত্রাপথ পেরোনো মুশকিল ।
কখনও যাত্রাপথই থমকে দাঁড়ায় ।
মাঝখানের যে নদী ;
অনেক রাস্তা অবলীলায় পেরিয়ে এসেও
থমকে দাঁড়ানো ।
ফুলের গন্ধে পরাজিত হবার যে অদ্ভুত সুখ
তা কি সুখের পারাপার ?
অনেক স্রোতে খেয়া ঠেলেই
এক পার থেকে অন্য পার,
এক রাত থেকে অন্য রাত,
এক মন থেকে অন্য মন,
এক জন্ম থেকে অন্য জন্ম,
অথবা এক দেহ থেকে অন্য !!