তপ্ত কয়লার মতো তেতে উঠি,
অথচ আবহমান কাল ধরে শান্ত আমি।
প্রবল জিঘাংসা চেপে ধরে হৃৎপিণ্ড,
মনের কুঠুরি থেকে ঠিকরে বেরোয়
রাগান্বিত লাভা,
অথচ নীরব আমি আবহমান কাল ধরে !
নীরবতা প্রতিবাদ না কি সম্মতি,
এহেন দ্বিধারও উত্তর খুঁজি নীরবতায়,
শান্ত ভাবে,
সময়ের অপেক্ষায়...
সময় আসুক তবে।
সহিষ্ণুতা দেখতে থাকুক নাটকের পদাবলী।