প্রথমে ধর্ষিতা, পরে খুন ।
আর তারপর-
গ্রামের প্রান্তে গড়ের মাঠের মতো
বিরাট শূন্য মাঠের মাঝে
একাকী শায়িত।
দুমড়ে-মুচড়ে শুয়ে আছে শান্ত ভাবে ।
অস্তমিত জীবন সূর্য
শূন্য মাঠের মাঝে ।
সে তো ছিল কুসুম কোমল,
প্রভাতের মতো নির্মল।
আর উত্থলিত যৌবন নিয়ে অনন্যা ।
একদল পশুর কাছে হয়ে উঠেছিল
অসহায়া ভোগ্যপণ্য তাই !
এবং তাই-
সে প্রথমে ধর্ষিতা, পরে খুন ।
অজস্র ঘাতে ঘাতে বিক্ষত
তার কুসুম কোমল দেহখানি।
(২)
'সে' এক নিখোঁজ মেয়ে।
পরিজনেরা নিরুদ্দেশীর উদ্দেশ্যে
অভিযানে অভিযানে ক্লান্ত ।
কেউ শোনেনি এই করুণ সংবাদ এখনও হয়ত !
কিন্তু কয়েকটি কুকুর
সন্ধানে সন্ধানে পৌঁছে গেছে
মেয়েটির পাশে ।
চারপাশে পড়ে থাকা চাপ চাপ
তাজ রক্ত ভক্ষণ করতে সোল্লাসে ।
সোল্লাসে ঘোষণা করেছে
রক্তভোজন মহোৎসবের শুভারম্ভ ।
বহুদিন পর তার পেয়েছে মধুর সাগর ।
রক্ত ভোজনের অপূর্ব নেশায় একটি কুকুর
টেনে ছিঁড়ে ফেলল
মেয়েটির স্খলিত বসন ।
(৩)
সূর্যের উজ্জ্বল গরিমা
আঁধারে বিলীন হয়।
সমগ্র আঁধার রাত্রিটাতে সে নিরুদ্দেশ ।
আঁধারের উল্লাসের কাছে পরাজিত হয়
সূর্যের গৌরব ।
হয়ত অচিরেই মেয়েটির দেহখানি
বিলীন হবে দিগন্তে,
নিরুদ্দেশ হবে অজানা পৃথিবীতে ।
কিন্তু কী দেখলাম শূন্য মাঠের মাঝে !
মানুষের মৃত্যুতে কুকুরের উল্লাস ।
সভ্যতাকে পরাজিত করে
নগ্ন আধুনিকতার প্রকাশ !!