হাওয়ারও যাত্রাপথ বড় বন্ধুর,
বড় ঋজু ;
শূন্যস্থান খুঁজে খুঁজে বেড়ানো ;
নীড়হারা পাখির মত...
বুভুক্ষু সম্বলহীনের মতো...
উদ্ভ্রান্ত ঠিকানাহীন উন্মাদের মতো...
অথবা সদ্য প্রেম হারা প্রেমিকের মতো !
কাকে খুঁজছো হে বাতাস,
তোমার প্রেম ?
হারিয়ে খুঁজছো চোখের পাতায় ?
অনুপস্থিতির ভীড়ে হারিয়ে গেছে
উপস্থিতির গল্পগাঁথা বেদনার সরণীতে...
একটু জায়গার হাহাকার বলো ?
এই দেখো আমি আছি।
তোমাকে ভুলিয়ে দেব এসো ;
তোমার যাতনা আমার গল্পে,
কেউ তো জানবে না
আমারও শরীরে উত্তাপ,
উবে গেছে স্বপ্নের ভোর, ব্যতিব্যস্ত দিন,সচেষ্ট রাত্রিরা।
এখানে গভীর শূন্য এখন।
জানো না আমিও তো প্রেমিক এক !!