খন্ডিত চাঁদের প্রহরায়
উজ্জ্বল আলোক বলয়,
তবে কি সে স্বপ্নের খোঁজে ?
না কি,
অসহায় মুহূর্তে একাকী স্বপ্ন রক্ষায় ?
কাটতে না চাওয়া সময়ের মতো
অকল্পনীয় শ্লথগতি ;
তবুও,
অবদমিত ভালোবাসার প্রবল নিঃসরণ
নিঃশব্দ বিপ্লবের সূচনা দিয়ে
কড়া নাড়ে রাত্রির দরজায় ।
অবিশ্বাসের ছায়াপথে
ভরসারা ভরসা হারিয়ে কক্ষচ্যুত হয়,
আর
নিশ্চিন্তে মেনে নেয় সিরাজের পরাজয় ।।

             _________