নৌকা বেয়ে শ্রান্ত মাঝি শুধায় নৌকাটিরে,
"পাড় কতদূর নৌকা ভায়া বলতে পারো মোরে? "
"বন্ধু যেথায় তোমার থামা,
সেথায় জেনো আমার সীমা,
পাড়ের খবর বন্ধু ও ভাই বলব কেমন করে? "
"সেই সকালে বাইতে বসি' প্রহর নিরন্তর,
ঢেউ রৌদ্র বাতাস সয়ে-ই বৈঠা টানা দিনভর।
শতেক আঘাত সহ্য করি'
এ সমুদ্রে চলছে পাড়ি,
ক্লান্তি জানায় প্রলোভনে " বৈঠা বন্ধ কর"!
"কোথাও মাঝে উচ্চ টিলা, মেঘের আনাগোনা,
মাঝে মাঝেই জন্তু গুলোর অতর্কিত হানা
আগন্তুকও তাল মিলিয়ে
নিন্দাবাদে মন বিষিয়ে
চলে। সুদিন আনার তরেই নিত্য এ দাঁড় টানা। "
নৌকা শুধায় "ধৈর্য কেন হারা মাঝি ও ভাই ?
এ সংসারের গুণ টানারই অন্ত যে ভাই নাই !
আমায় তুমি বাইবে যত,
চলব তোমার পথেই তত,
তোমার পানেই চেয়ে দেখো তোমার পৃথিবী ও ভাই ! "