একলা থাকার গল্প সে তো রোজই কত বোনে ;
একলা থাকার মাঝেও শুধু একলা তোমায় খোঁজে।
"একটা তুমি" একলা তোমায় রাখুক সযতনে,
ভালো থাকার গল্পগুলোও "একটা তুমি" বোঝে ।
একটা তুমি'র গভীরতায় তোমার পরিমাপ,
একলা তোমার ছন্দ কোথায় গানের সুরে বাজে?
জানো না কি রাগ অভিমান যতই পরিতাপ,
একটা তুমি একলা তোমার প্রেমেই আছে মজে ।
একলা তুমি ভুল করে যাও,ভুল করে যাও অনেক,
একটা তুমি স্থির দাঁড়িয়ে নীলকন্ঠের মতন ।
রোমন্থনের গল্পগুলো দীর্ঘতর একটার পর এক ;
হতেই পারে নতুন কোনও গল্পে বসন্তের বোধন !