(১)
সোনালী জ্যোৎস্না চুঁইয়ে পড়ছে
যেন,চাঁদের বুক থেকে ।
আকাশও নীলমাতে
তাকে সাজিয়ে নিয়েছে ।
সোহাগের তীব্র আকাঙ্খা ।
প্রচণ্ড আন্দোলক উতলা ইচ্ছা নিয়েই-
দৃঢ় ভাবে মাটির শরীরে
মিশে যাচ্ছে জোছনা ।
রাতের চোখে ধরা পড়ে
মাটির উচ্ছ্বলতা, বাঁধ ভাঙা খুশি ।
(২)
সব মোহ ভেঙে দিল তাদের
এক আর্তনাদ ।
অবলা শিশুটির ভাষায়
ক্ষুধার বহিঃপ্রকাশ ।
মাটি আর মাটি নেই ।
সে এখন কিছুক্ষণের জন্য
মা হয়ে গেছে ।
_______