আমি তোমার কাছে
একটু সময় চেয়ে নেব,
নিবিড় বার্তালাপের জন্য ।
আমার মাথার তলে বিছানো থাকুক
অপূর্ব শান্তির নীড় তোমার কোলখানি ।

অবশ্য কোনও এক অন্ধকারের
কাছে বন্ধক রেখেছি
আমার সমস্ত বাসনা...

আমরা তো আলো নিয়েই কথা বলব ।।

জানো,
দুঃখ-বেদনা-যন্ত্রণারা অদৃশ্য কেন ?
আলোক প্রতিফলনে অপারগ তাই ।
অথচ সেই সব 'অ-পদার্থ'এর ভিতরেই
ঘটে গেছে
আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন,
বহুবার...
প্রতিসৃত তো হতে পারতো একবার !

হয়নি...
বারে বারেই সংকট কোণ হাজির
যন্ত্রণাকে আমার ভিতরে
অবরুদ্ধ করার শপথ নিয়ে ।

তুমি কি আলেয়া হতে পারো ?