আবারও এক নতুন অপেক্ষা।
পেয়ে হারানোর যন্ত্রণাটা
হারিয়ে পাওয়ার আনন্দের থেকে
অনেক বেশী শক্তিশালী।
তাই ভূগর্ভ থেকে বেরিয়ে আসে লাভা,
সমুদ্রের গর্ভ থেকে ছুটে আসে জলোচ্ছ্বাস,
পরিবেশের গর্ভ থেকে ছুটে আসে ঝড়।
আবার পেয়ে হারালাম কি না
এই চিন্তায় যখন কম্পমান প্রতিটি মুহূর্ত,
তখন হারিয়ে পাওয়ার খুশিরা
জন্মোর্মির মতো ক্ষণজন্মা হয়ে যায়।
উথাল-পাথাল তরঙ্গের মত এলোমেলো দিন
সময়ের সাথে যুঝতে চায় না আর,
সময় তো এলোমেলো করেছে তোমার উপস্থিতি।
যেখানে দিন আর রাতের মাঝে
গোধূলীর সুনিশ্চিত অনধিকার।
ভাবনার প্রগাঢ়তা একমুখী ক্রমশ ;
এখন শুধুই তুমি।
হারতে হারতে হারাতে বসা শেষের কবিতার
ত্যাগের আনন্দকে হারানোর যন্ত্রণা দিও না আর।