স্বপ্নগুলো স্থির থাকতে দেয় না,
ভাবনারাও ।
অথচ স্থবির হয়ে অচঞ্চল আমি
সীমাহীন সময় ধরে ।
ভাবনার মূর্ততা ক্ষয়িষ্ণু।
ক্রমশ হারিয়ে যাচ্ছি,
দুর্ভাবনার গভীরে...
আন্দোলন স্তব্ধ করে, প্রতিভা বন্ধক রেখে,
বহুমুখী শিকড়গুলো আষ্টেপৃষ্ঠে অক্টোপাসের রূপে
বহুমুখিতায় ঘূণ ধরাবে বলে ।
ওরা কি জানে
সোনা ফলানো ধানের শীষে কীটেদের আক্রমণ,
ভূমিতে আগাছার আস্ফালন ?
যন্ত্রণার আবদ্ধতা মেরুদণ্ডে ?
কেউ কথা রাখেনা ।
নৈতিকতায় সৌজন্য বোধ ।
ভালো আছি...ভালোই আছি !
সামাজিকতায়,
নৈতিকতায়,
লৌকিকতায় ।।