আমি আজও তোমার আশায় ।
কালের দীর্ঘায়মান
কৃষ্ণপথের মাঝে
আজও স্বপ্নেরা ফুঁপিয়ে কাঁদে ।
আর আমার আহত দীর্ঘনিঃশ্বাসগুলি
থমকেই চলেছে
তোমার অস্তিত্ব সন্ধানের পথে ;
কোনও ক্ষীণ পদচারণার শব্দে হয়ত ।
প্রতিদিনই অসহ্য দিনগুলি
নিয়ম করে আবর্তন করে চলেছে
আমায় ঘিরে ।
অসহায় সূর্যের মতো
আমিও রপ্ত করে ফেলেছি
অকল্পনীয় শম্বুকগতি !
আর গোধূলীর ঘনায়মান ছায়া
আমার বেদনাজীর্ণ ক্লান্ত নিঃশ্বাসকে
নাগপাশে বেঁধেছে -
অন্ধকারের সূচনা দিয়ে ।
যুগের রাহুমুক্তির প্রতীক্ষায় রত
আমি -
আজও তোমার আশায় ।।