তুমি ভালো হতে চাইলেও
সমাজ তোমাকে ভালো হতে দেবে না ।
সমূলে উৎপাটিত করবে
তোমার স্বপ্নের অঙ্কুরিত বীজ ।
ব্যর্থ তুমি খুঁজে ফিরবে সান্ত্বনা
আবারও স্বপ্নের ভীড়ে,
আর উপহাসেরা ডালি সাজাবে
নিন্দার নৈবেদ্যে ।
কিছু দিলে ।
কিন্তু কেন দিলে,
সে কৈফিয়ৎ প্রস্তুত রাখতে হবে তোমায় ।
অথবা যদি না দাও তবুও !
এবং এভাবেই বারবার-
থামিয়ে দেওয়া হবে
তোমার অদম্য উদ্যোগের যাত্রা ।
তাই বলে কি তুমি ভালো হবে না ?
________