আরও ভাবনা চাই আমার,
আরও ভাবনা...
সাজাবো তাদেরকে,
উপমায়...ছন্দে...অলঙ্কারে ।
কখনও কখনও পৃথিবীকে নাচাই যেমন
আমার অঙ্গুলিহেলনে,
বা যেমন খুশি সাজাই যেমন
অপ্রতিদ্বন্দ্বী সূর্যকে !
অবলীলায় অতিক্রম করেছি সভ্যতার
ত্বরণ-মন্দন-আবর্তন ।
নক্ষত্রের সমাবেশ চাইনি যদিও,তবু
নক্ষত্ররাই ঘিরে ধরে অপরিমেয় খেয়ালে ।
শিশির বিন্দু থেকে জন্ম দিতে চাই
নতুন পৃথিবীকে,
কবিতার অহঙ্কারে ।
কুঁকড়ে যাওয়া সংকীর্ণতার
অনাবিল আক্রমণ মুহুর্মুহু ।
সে জীর্ণতা জানে
কুশলী সাপুড়ের সমস্ত মন্ত্রণা বন্দী
সে রহস্যময়ীর কোমল কন্ঠের তলে...
তার নূপুরের ছন্দে...
আগুনে চাহনীতে...
আরও...আরও ভাবনা চাই আমার ।।