এমন কি কেউ নেই
যার কোলে মাথা রেখে
পৌঁছে যাব জরা-জীর্ণতাহীন পৃথিবীর বুকে ?
নগ্নতার রাজত্বে ক্রমশ গহ্বর
সাথে দায়িত্বহীন কর্তব্য আর
কর্তব্যহীন দায়িত্বের ক্রমাগত সংঘাত ।
যেটুকু প্রশ্বাস শুদ্ধ এখন
তাও অন্ধকার আর ছায়ার
শ্বাস মেটাতেই নিঃশেষ হয় ।
বড়ই অসহায়তা এখন।
মনে হয় এক ঝটকায় ছিঁড়ে ফেলি
সমস্ত প্রতিবন্ধী সূত্রগুলিকে ।
অঢেল বাধা ।
ক্রমাগত ধাক্কা খায় মহাজীবনের বাণী ।
হাতড়ে হাতড়ে খুঁজে চলি
অসহায়তাকেই তবু...
চলো না
সহানুভূতিকে খুঁজে আনি গিয়ে ।।