কেন মনে করালে আবার,
বেশ তো ভুলেই ছিলাম তোমায়।
হঠাৎ করে একবুক অভিমান নিয়ে
উড়ন্ত ধুলোর মত ছুটে এলে পড়ন্ত বসন্তে।
কতগুলি প্রশ্নবাণ, সওয়াল-জবাব।
কিছু লুকানো, কিছু স্বীকার, কিছু এড়ানো।
এখন তো ডাকি না আর,
পড়ন্ত বিকেলের মতো আবছায়া রোদ্দুরে,
এখন তো ডাকি না আর,
অন্ধকারের মত গভীর আবেগে ।
সীমানা পেরিয়ে গেছে অহংকারী নদী ভূমির বক্ষ চিরে।।
এখনও বোঝোনি তুমি।
বোঝোনি পাতার আড়াল দিয়েই উঁকি মারে সূর্য,
বোঝোনি মোহনার কাছেই রুদ্ধ উত্তাল উচ্চগতি,
বোঝোনি একফালি দূরত্বের মাঝে এক মরু অভিমান।
অজুহাত খুঁজে দেখো একবার, অভিমান সাজাবার।
অজুহাত খুঁজে দেখো একবার, মোহনায় হারাবার।