এবার মাপতে পেরেছো নিজেকে ।
মেপে নিয়েছ
সত্ত্বার একেবারে গভীর পর্যন্ত,
যেখান হতে উৎসারিত ধিকি ধিকি আগুন
সূর্য হবার প্রতীক্ষায় ।
কালের প্রয়োজনে সীমানা পেরিয়েছে
অন্তঃস্থ ক্ষমতার ওজন ।
নিজেকে বাঁচানোর ক্ষেত্র প্রস্তুত ।
বিপন্ন হাইড্রোজেন তবু
নিজেকেই পুড়িয়ে চলে !
অসংখ্য যাত্রাপথের একই ঠিকানা ।
তবুও এক এক যাত্রার বহু ফলে
বিভক্ত তুমি বারবার,
তিতিক্ষার তরণী বেয়ে ।
বাঁচবে সবাই তোমার যুদ্ধে ।
নিজেকে বাঁচাও তুমি ।।
_____