সাবধান পদচারণা ।
ভূতের কানমলা প্রস্তুত
অথবা জেলখানা ।
টিকে ধরতে উদ্যত
কঠিন কন্ঠস্বরের সাহসী টুটি ।
আঁধারে আঁধারে খুঁজে ফেরা
সংস্কারের স্বপ্নডালি ।
বন্ধুর পথে অবিরত হোঁচট খায়
স্বপ্নের সওদাগর ।
উন্মত্ত লালসা কালো সময়ের
হাতদুটি বাড়িয়ে
স্বার্থের ফাঁদ বিছায় সংকীর্ণ ভূমিতে ।
জীবন-যন্ত্রণায় প্রচারের খোরাক পায়
মহাকালের বুদ্ধিজীবীরা ।
মুর্খের স্বর্গে অপমৃত্যু ঘটে সংস্কৃতির ।
কুয়াশাচ্ছন্ন ভবিষ্যতের সামনে দাঁড়িয়েও
উদ্দাম মত্ততা
ক্ষমতা ও খ্যাতির মদে ।
তবুও চলো,
অগাধ যন্ত্রণা বুকে চেপে,
অক্লান্তভাবে...কালের পথে ।
মহাকালের সুদিন আনার পণ করেছি আজ ।