আমার রক্তের রং শুধু লাল নয়।
কখনও ফিনকী দিয়ে ছোটে গেরুয়া স্রোত,
কখনও শান্ত সবুজাভ,
আবার ক্রোধের উন্মত্ততায় বিষাক্ত নীলও হয়ে যায় !
যে মেয়েটির ক্ষতবিক্ষত যোনিপথ রক্তাক্ত কান্নায়
মাকে খোঁজে সন্ত্রস্ত চোখে ;
শৈশব খুঁজে বেড়ায় যৌবনের ভয়াবহতায় ;
কামোন্মত্ত সভ্যতাকে শরীরে নিয়ে
হাতড়ে খোঁজে ভালোবাসা,
যে একবার এসে ভরসা দেবে নরম আঙুল দিয়ে ।
একবার তাকিয়ে দ্যাখ নরখাদক,
তোদের পুরুষত্ব কেমন গলগল করে চুঁইয়ে নামে
তার বাধ্য শরীর জুড়ে !
এ রক্ত আমার নয়...
আমার রক্ত টগবগে তোদের সর্বনাশে।
নির্বোধের বুদ্ধিজীবিতায় প্রতিবাদের রং চড়ে যায়।
আর মোমবাতিরা মুখিয়ে থাকে নৃশংসতার আশায়।
নিরপেক্ষতার প্রতিযোগিতায়
ভালো মন্দের অবিরত সংঘাত।
আমার রক্তের রং লাল নয় !
যাদের রক্তের রং চিরকেলে এক লাল,
তাদের নিয়ে আমার সন্দেহ আছে।।