প্রিয়তমা...
শোণ না আমার কথা
তোমায় ছাড়া আমার জীবন বৃথা
কি ভুল হয়েছে
নাহি জানি আমি
তবু বলে যাব
আমার প্রেম তুমি
প্রিয়তমা...
শোণ না আমার কথা
তোমায় ছাড়া আমার জীবন বৃথা
কত কথা ছিল মনে
ছিল কত আশা
তুমি আমায় শিখিয়েছ
প্রেম ভালোবাসা ।।
প্রিয়তমা...
শোণ না আমার কথা
তোমায় ছাড়া আমার জীবন বৃথা
সাজ সকালে যখন তুমি
যাও ফুল কুড়োতে;
তখন তোমায় আমি দেখি
লুকিয়ে লুকিয়ে।।
প্রিয়তমা...
শোণ না আমার কথা
তোমায় ছাড়া আমার জীবন বৃথা
ঠোঁট ভাঙ্গা তোমার
মুখের হাসি।
আমি যে তোমায়
ভালোবাসি ।।