ভেবে দেখো।
বিশ্বজিৎ দাস (ময়ূর)


তবু ভেবে দেখো, রাস্তার ওই সর্বস্ব
হারিয়ে ফেলা লোকগুলির কথা।
যারা খেতে পারে না দুইবেলা দুমুঠা।

তবু ভেবে দেখো,
শীতের রাতে রাস্তাতে শুয়ে থাকা
লেপ কম্বলহীন মানুষগুলির কথা।

তবু ভেবে দেখো,
নিজের বেঁচে যাওয়া খাওয়ার
খেতে না পারলে, ফেলে না দিয়ে
সেই লোকগুলিকে দিয়ে দেখো।

তবুও সেই লোকগুলির কথা
তুমি একবার হলেও ভেবে দেখো।