ভাঙ্গা মন
বিশ্বজিৎ দাস (ময়ূর)


সেই সন্ধ্যায় ছিলাম আমি ,
তোমার পাশে বসে।
তুমি তখন ব্যস্ত ছিলে
অন্যজনের সাথে।

আমার দিকে তাকিয়ে তুমি
মুচকি হাসি দিলে।
এমন ভান করলে তুমি
না জানি কি করলাম আমি ,
তোমার সাথে থেকে !

ব্যস্ততাতে কাটছিল ক্ষণ
আমাকে এড়িয়ে গিয়ে।
এতকিছুর পরেও কি আর
ভালোবাসা থাকে।

তোমার কাছে চাইনি কিছু ,
দিয়েছিলাম আমার মন।
খন্ড খন্ড করে তুমি
বিষাদ দিয়ে ভরিয়ে দিলে মোর মন।