ভাবনা
বিশ্বজিৎ দাস (ময়ূর)


তোমায় নিয়ে বলবো কিছু
লিখবো প্রেমের কথা।
আকাশ বাতাস সাক্ষী রেখে
জমবে প্রেমের কথা।

নাইবা তুমি চাইলে আমায়
তোমার সুখেতে
তবুও ভুলছি না আমি
তোমাকে নিয়ে ভাবতে।