তোমার কাছে
বিশ্বজিৎ দাস (ময়ূর)


ভেবেছিলাম আসবে তুমি,
আসবে আমায় নিতে।
তাইতো আমি অপেক্ষাতেই
আজও ঘরে বসে।

দরজা-জানলা খোলাই ছিলো!
আসবে বলে নিতে।
তবে দিন কাটিয়ে রাত হলেও
এলেনা আমায় নিতে।

কি করবো! ভেবে না পেয়ে,
গেলাম তোমার কাছে।
বাড়ি গিয়ে দেখি আমি
তুমি নেই ঘরে।

মন বোঝেনা আজও আমার,
ভালোবাসি বলে।
ফিরে এলাম আমার ঘরে
আসবে বলে নিতে।

আজও আমি অপেক্ষাতেই
আমার ঘরে বসে।
তুমি আসলেই তোমার কাছে
যাবো আমি ফিরে।