শিরোনাম:- তোমার চোখের আঙিনাতে
কলমে :- বিশ্বজিৎ দাস (ময়ূর)


তোমার চোখের আঙিনাতে
ডুবাইলে মোরে...সখী
ডুবাইলে মোরে।
এখন দেখি ভুবন লাগে
একা একা...তোমারে না পাইয়া সখী
তোমারে না পাইয়া।

তোমার চোখের আঙিনাতে, ডুবাইলে মোরে, সখী।
তোমারে না পাইয়া, হৃদয় ভাঙে, ভাঙে, ভাঙে।


তোমারে না পাইয়া সখী
হলাম ছন্নছাড়া রে ....
হলাম ছন্নছাড়া
মনের গভীর কথা ছিল
কথা ছিল তোমায় পাবার
কথা দিয়েছিলে তুমি আমায়।

তোমার চোখের আঙিনাতে, ডুবাইলে মোরে, সখী।
তোমারে না পাইয়া, হৃদয় ভাঙে, ভাঙে, ভাঙে।

ডুবাইলে মোরে সখী
ডুবাইলে মোরে....।
তোমারে না পাইয়া সখী
হইলাম ছন্নছাড়া রে 
হলাম ছন্নছাড়া।


তোমার চোখের আঙিনাতে, ডুবাইলে মোরে, সখী।
তোমারে না পাইয়া, হৃদয় ভাঙে, ভাঙে, ভাঙে।

কত শত দুঃখের শেষে
এখন আমি সুখের লাগি
মেলি সুখের ডানা সখী
মেলি সুখের ডানা...।


তোমার চোখের আঙিনাতে, ডুবাইলে মোরে, সখী।
তোমারে না পাইয়া, হৃদয় ভাঙে, ভাঙে, ভাঙে।

তোমার চোখের আঙিনাতে, ডুবাইলে মোরে, সখী।